今天的万年历查询黄道吉日,看看今天啥日子!
- 作者: 网络投稿
- 2025年03月08日 16:45:33
খেয়াল করেছেন বোধহয়, ইদানিং আমি একটু বেশিই পুরনো দিনের ক্যালেন্ডার ঘেঁটে দেখছি। আসলে কী জানেন, আমার নাতিটার আসছে মাসে বিয়ে ঠিক হয়েছে। তা মেয়েটা ভালো, ঘরটাও মন্দ না, তবে কিনা দিনক্ষণটা একটু দেখে নিতে চাচ্ছিলাম। তাই ভাবলাম, আজকের দিনটা নাহয় একটু ঘাঁটাঘাঁটি করেই দেখি, কী করা যায়।
1পুরনো পঞ্জিকা খোঁজাখুঁজি
আমার আবার ওই পুরনো দিনের অভ্যাস, বুঝলেন তো? তাই আলমারি হাতড়ে সেই পুরনো পঞ্জিকাটা বের করলাম। পাতাগুলো একটু হলদেটে, কেমন একটা পুরনো গন্ধ, কিন্তু আমার বেশ লাগে।
2মোবাইলে অ্যাপ ডাউনলোড
তবে শুধু পঞ্জিকাতে ভরসা করাও তো ঠিক না, তাই ভাবলাম, একটু আধুনিক হওয়া যাক। মোবাইলে একটা "ক্যালেন্ডার" অ্যাপ ডাউনলোড করলাম। আরে বাবা, আজকাল তো সবই মোবাইলে, তাই না?
3অ্যাপে সাল-তারিখ মেলানো
অ্যাপটা খুলে দেখি, আরেব্বাস! সব তথ্য একেবারে হাতের মুঠোয়। সাল-তারিখ সব দেওয়া আছে, আঙুল দিয়ে স্ক্রল করে করে দেখলাম।
4পঞ্জিকার সাথে অ্যাপের তথ্য মেলানো
অ্যাপে দেখলাম, ২০২৩ সালের ক্যালেন্ডার। পঞ্জিকাটা খুলে মিলিয়ে দেখলাম, হ্যাঁ, ঠিকই আছে। পঞ্জিকাতেও দেখলাম লেখা "১৪৩০ বঙ্গাব্দ"।
5শুভ দিন খোঁজা
এবার আসল কাজ। বিয়ের জন্য একটা শুভ দিন খুঁজতে হবে তো। পঞ্জিকাতে দেখলাম, লেখা থাকে "বিবাহ শুভ" বা "অন্নপ্রাশন শুভ"। সেইগুলো দেখে দেখে একটা দিন ঠিক করতে হবে।
অ্যাপটাতেও দেখলাম, আলাদা করে "শুভ দিন" বলে একটা বিভাগ আছে। সেখানে ক্লিক করে দেখলাম, কোন কোন দিনগুলো ভালো, কোনগুলো নয়।
6পছন্দের তারিখগুলো আলাদা করা
পঞ্জিকা আর অ্যাপ, দুটো মিলিয়ে কয়েকটা দিন আমার পছন্দ হলো। সেগুলো একটা কাগজে টুকে রাখলাম।
7পন্ডিত মশাইয়ের সাথে আলোচনা
তবে শুধু নিজে নিজে ঠিক করলেই তো হবে না, তাই ভাবলাম, একবার পন্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে নেব। উনিও অভিজ্ঞ মানুষ, ঠিক বলতে পারবেন।
আজকে তাহলে এই পর্যন্তই থাক। কাল নাহয় আবার অন্য কিছু নিয়ে লিখব।